আমার ধৈর্য

আমি জানি আমার ধৈর্য অনেক কম। আশঙ্কাজনক ভাবেই কম। অল্পতেই রেগে যাই। কিন্তু আমার রাগ পড়ে যেতেও সময় লাগে না। যত দ্রুত আমার রাগ ওঠে, ঠিক তত দ্রুত বা অনেক ক্ষেত্রেই তারও আগে রাগ পড়েও যায়। জীবন কিন্তু তার গতি পাল্টায় নিজের আপন ছন্দে। কিছু কিছু জিনিসে নিজেকে পাল্টেছি। কিছু ইচ্ছায় পাল্টেছি আবার কিছু অনিচ্ছায়। কারণ আমি যখন বুঝতে পেরেছি, অন্যের পছন্দে নিজের সর্বস্ব বিসর্জন দিলে, অন্যের মন সাময়িক ভাবে পাওয়া গেলেও চিরতরে নিজের স্বকীয়তা হারাতে হয়। প্রতিটি মানুষ যেমন তার নিজস্ব স্বকীয়তায় অনন্য ঠিক তেমনি তাঁর পছন্দগুলোও অনন্য। আমার বুঝতে সময় লেগেছিলো। কারণ আমার বৈষয়িক ধ্যান ধারণা কিছু অন্ধ বিশ্বাসের আড়ালে চাপা পড়ে গিয়েছিল। সেই অন্ধ বিশ্বাস থেকে যখন উঠে এসেছি, তখন আবার একটু একটু করে নিজের হারানো স্বকীয়তা উদ্ধার করতে পেরেছি, ভালভাবেই পেরেছি। জীবনে সবচেয়ে বড় বেশী করে যা শিখেছি তা হলো, নিজেকে বিসর্জন দিয়ে কখনও অন্যের হওয়া যায় না। অন্যের পছন্দ মত জীবন কে সাজিয়ে যে অর্জন, তা মরীচিকার মত এক নিমেষে ধুলিস্মাৎ হয়ে যেতে পারে।

 

 

আমার ধৈর্য অনেক কম ছিল আগেও বলেছি। আর এর খেসারতও আমাকে দিতে হয়েছে। কিন্তু জীবন থেকে আমি শিখে নিয়েছি অনেক কিছু। বুঝে গেছি ধৈর্যের মূল্য কতখানিক। ধৈর্য ধরলে আপাত দৃষ্টিতে হেরে গেছি মনে হলেও, ধৈর্যের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন হয়। একটা সময় ছিল যখন আমাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। অনেকের অনেক কথা শুনেও মুখ বুজে সহ্য করতে হয়েছে। নিজের মনের কষ্টের কথাগুলো অন্তর্যামী স্রষ্টা ছাড়া আর কাউকে বুঝাতে পারিনি। বোঝানো সম্ভবও নয়। নিজের ভেতরের কষ্টগুলো ধৈর্যের সাথে মোকাবিলা করতে চেয়েছি। ধীরে ধীরে শিখে গেছি ধৈর্যের মূল্য কতখানিক। আমাকে নিরাশ হতে হয়নি। এরপর আমার কিছুদিন হয়ত স্বস্তি ছিল। কিন্তু সেই স্বস্তি টুকুও ছিল ধোবাকাজি আর প্রহসনের এক মূর্ত প্রকাশ। বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম, আমার শুরু হলো অটল ধৈর্যের পরীক্ষা। ভয় পাইনি। শুরু করেছি আবার ধৈর্য ধরা। কখনও কখনও পা ফসকে যেতে চায়। আমার পুরানো জিদ আর রাগগুলো ফেরত আসতে থাকে। মনের ভেতরে উত্তাল ঢেউ এর মত আঘাত হানে বারবার। মন বিদ্রোহী হয়ে উঠতে চায়। আমি বিদ্রোহী হই না। আমি আবার এক অলঙ্ঘ্য ধৈর্যের পাহাড় হয়ে বসে থাকি। আবার আমার শুরু হয় এক নতুন প্রতীক্ষা। জিততে যে আমাকে হবেই।      

Author's Notes/Comments: 

২৫ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio