অমোঘ নিয়তি

আমারও যে ইচ্ছে করে

তোমার মত হই,

চেয়ে দেখো একটি বার

কিছু আলাদা নই

ইচ্ছে করে তোমার মত

এদিক ওদিক ঘুরি

সকল বাঁধন কেটে হই

সুতোকাটা ঘুড়ি

বয়স আমার থমকে গেছে

সেই একুশের কোঠায়

ছুটছি আমি দূর দিগন্তে

শুধু দেখতে তোমায়

চোখের সামনে কত স্বপ্ন

একাই বুনে চলি

রক্তচক্ষুর ভয়ে কভু

দেইনি জলাঞ্জলি

আমার কাছে আমি রই

ইচ্ছেমতো স্বাধীন

মনটাকে কে বাঁধে বল

কে করবে অধীন?

জানি আমি চেষ্টা করেও

পাবো না তোমার দেখা

তবুও সন্ধান করে যাবো

অমোঘ নিয়তির লেখা

শত বাধার মাঝেও তুমি

আপন করে দেখো-

তোমার আমার ভালবাসা

যতন করে রেখো।

 

 

 

 

 

Author's Notes/Comments: 

২৩ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio