ঈদে বাড়ী যাওয়া

অনেকেই ঈদে বাড়ি যায়। আমার এই মায়াময় ব্যাপারটা চিন্তা করতেই অনেক ভাল লাগে। আমার মনে হয় এমন একটা বাড়ি আমার থাকতো, যেখানে শহুরে জীবনের পরে ঈদে ঘরে ফেরার একটা টান কাজ করতো! যদি এমন একটা যাবার যায়গা থাকতো আমার!   শহরে মনে হয় শিকড় গরিয়ে গেছে। অনেক বেশীই হয়ত গভীরে চলে গেছে। চাইলেও উঠে যেতে পারছি না। কিন্তু কতক্ষণ? চাইলেই কি সব পারি? চাইলেই কি সব ছেড়েছুড়ে যেতে পারি? মনের মধ্যে স্বপ্নের পর স্বপ্ন থাকে। কিছি আশা আর কিছু হতাশাও থাকে। এ দুয়ের অনুপাতের মধ্যে ভারসাম্য করতে করতেই তো জীবনের আনন্দময় সময় পার করে এলাম অনেকটাই। হয়ত আরও কিছুদিন পাড়ি দেয়ার ইচ্ছা পোষণ করি। মনের মধ্যে কি যেন একটা তাড়িয়ে নিয়ে বেড়ায়। শুধু মনে হয়, যদি কোথাও যাবার যায়গা থাকতো! যদি ঈদে বাড়ি যাওয়ার আনন্দটা উপভোগ করতে পারতাম! 

Author's Notes/Comments: 

১৭ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio