অবলম্বন

জীবনে বেঁচে থাকার জন্য আমরা অনেক সময় অবলম্বন খুঁজি। সব অবলম্বন যে শুধু জৈবিক তাড়নে হয়, তা বলছি না। কিছু অবলম্বন শুধুমাত্র ভালবাসাকে উপজীব্য করে গড়ে উঠতে পারে। এটা আমাদের জীবনের এমন একটা মূর্ত অধ্যায় যা অস্বীকার করার উপায় নেই। আমি এই ভালবাসার অবলম্বন কে উপজীব্য করে বেড়ে ওঠা কে উপমা দেই লতিয়ে বেয়ে চলা কোন গাছের সাথে। পুঁই, লাউ, কুমড়া এমন গাছগুলো বেড়ে উঠতে অবলম্বন খুঁজে। তেমনি আমিও খুঁজি ভালবাসার অবলম্বন। ভালবাসার সেই অবলম্বন কে আঁকড়ে ধরে স্বপ্নকে সাকার করতে চাই। স্বপ্ন শুধু যে স্বার্থপরের মত নিজের জন্য দেখি তা নয়। অনেক কিছুকেই কেন্দ্র করে দেখি। আমার স্বপ্নের চৌহদ্দি অনেক বড়। সেখানে শুধু আমি আমার আটপৌড়ে পরিসীমা নিয়ে ভাবি না। ভাবনার বিস্তার ঘটাই।   

 

 

প্রতিটি স্বপ্নকে ঘিরে থাকে অনেক মাত্রার ভালবাসা। কিন্তু সেই অবলম্বন যখন একটু একটু দূরে সরে যায়, তখন নিজ অবস্থানে দাঁড়িয়ে অসহায় চোখে দেখা ছাড়া আর উপায় থাকে না। অবলম্বন সরে চলে যায়, আমি তো যেতে পারি না। আমার শেকড়ের বিস্তৃতি যে অনেক গভীরে। অগত্যা আমাকে মাটিকে কিংবা পাথরের উপরেই বেয়ে চলতে হয় সেই লতানো গাছগুলোর মত। অবলম্বন ছাড়াই বেঁচে থাকার জন্য চেষ্টা করে যেতে হয়। ভালবাসাহীন জীবনের স্বাদ যে আস্বাদন করেনি, সে বুঝবে না জীবনের তীব্রতা কতখানি হতে পারে। আমি বুঝেছি। আমার অবলম্বন গুলোও মনে হয় মরীচিকার মত ছিল। ক্ষণকাল একনাগাড়ে দেখে দেখে হারিয়ে ফেলছি ক্রমশ...  

Author's Notes/Comments: 

১৭ জুলাই ২০১৭ 

View shawon1982's Full Portfolio