মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, আর কতদিন বেঁচে থাকবো? কতটুক সময় আর হাতে আছে? সেই সময়টুকু কি করবো? কি করা উচিত? অনিবার্য পরিণতিতে কিভাবে বরণ করে নেয়া উচিত? ... এগুলো জানতে ইচ্ছে করে। জানাবার তো কেউ নেই, তবুও জানতে মন চায়। মনে হয় মানুষ বলেই মন চায়। মানুষ না হয়ে অন্য কিছু হলে জীবন নিয়ে কি এত বেশী চিন্তা হতো? সেটাও তো জানি না। আমি হতাশ হতে চাই না, কিন্তু হতাশা মনে হয় আমার মত হতে চায়। তবুও ভাল কেউ তো হতে চায় আমার মত। প্রতি মুহুর্তে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই মৃত্যুর জন্য। কারণ সেখানেই তো নিজেকে সমর্পন করতে হবে। মাঝে মাঝে মনে হয়, এতো কিছুর আয়োজন কেন?
ঘর সাজানোর জন্য আসল ফুল না কিনে, মাঝে মাঝে নকল ফুল কিনে আনি। অনেক বেশী রঙ। চোখ ধাঁধানো। গন্ধ নেই। স্বাদ নেই। অস্তিত্ত্ব আছে। নকল অবয়ব নিয়ে অস্তিত্বে টিকে আছে। আমাদের সাজানো সংসারে এক সময় আমরাও আসল থেকে নকল হয়ে যাই। আবার সময় যখন শেষ হয়ে আসে, তখন আমি আমার কাছে আসল হয়ে ধরা দেই। এভাবেই চলতে থাকে নিজের সাথে লুকোচুরি। নিজের সাথে নিজের মন নিয়ে খেলা। এক অন্তহীন প্রতারণা নিজেকে সুখী রাখার। আশেপাশের সব কিছুই...