পানি খাবার ন্যুনতম সেবা

জ্বী ভাই! বেশি কিছু চাইনি। দেশের  নাগরিক হিসেবে একটু পানি খেতে চেয়েছিলাম। আপনাদের কয়েকজন কে ডাকাডাকি করেও সাড়া পেলাম না। কারণ আপনারা জানেনই না পানি কোথায় আছে। আর জানবেন কিভাবে, পানি খাবার ন্যুনতম সেবা টুকুও তো রাখার দরকার মনে করেননি আপনারা। আমরা 'সিভিলিয়ান' বলে? এরপর একজন কোনরকমে বলে দিলেন, 'পানি খেতে হলে নীচে যান। নীচে কান্টিন আছে।' আপনাদের এই বদান্যতায় আমি মুগ্ধ।   সামান্য একটু পানি খাওয়ার জন্য যদি আমাকে কান্টিনে গিয়ে কিনে খেতে হয়, তো সমস্যা কি? আরেকটু রাস্তা গেলেই তো আমার বাসা। সেখানে গিয়েই না হয় খেয়ে নেব পানিটা। আপনাদের উপরে কৃতজ্ঞ আমি। অন্তত নীচে নেমে একজন 'সিভিলিয়ান' কে পানি খাওয়ার রাস্তাটা তো বলে দিলেন ভাই। আর হবে নাই বা কেন? আপনারা তো জনগনের সেবা করার ব্রত নিয়েছেন। ধন্যবাদ আপনাদের।   


যদি কখনও সুযোগ হয়, এই গরীবের অফিসে পদধূলি দিয়েন। যদি পানি খেতে চান তাহলে কোন সাপোর্টিং স্টাফ কে দিয়ে না বরং আমি নিজে গিয়ে আপনার জন্য পানি নিয়ে আসবো। আপনি অফিসার সেজন্য নয়, বরং আপনি আমার অতিথি। অতিথিকে অন্তত নিজের হাতে পানিও যদি না পান করাতে পারি, তাহলে মানুষ হিসেবে নিজের কাছেই তো ছোট হয়ে যাব আমি ভাই। আর যদি আরেকটু সময় দেন, তাহলে আমি নিজে আপনাদের চা/কফি খাওয়াবো। সময় পেলে আসবেন একবার।  

Author's Notes/Comments: 

 ১৩ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio