ছোট করে বলা জীবন

খুব ছোট করে কি বলা যায় জীবন মানে আসলে কি? জীবন মানে কি শুধু বেঁচে থাকা নাকি স্বপ্ন নিয়ে বেঁচে থাকা? জীবন হতে পারে অনেকগুলো স্বপ্নের সমষ্টি। সেগুলো সাকার করতে চেষ্টা করে যাওয়া। কিছু স্বপ্নের পরিণতি ঘটবে আবার কিছু বিলীন হয়েও যাবে। তবুও তো জীবন এগিয়ে যাবে। আমার কাছে মনে হয় জীবন মানেই হলো গতিশীলতা। লক্ষ্য সুস্পষ্ট ভাবে জানা না থাকলে সাহসিকতার সাথে এগিয়ে যাবার নামই জীবন। আর এই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকে কিছু ভালবাসা আর কিছুটা হয়ত না পাওয়ার অভিমান। কোনটাকেই কি আমরা বাদ দিতে পারি? কোনটাকেই কি বাদ দেয়া চলে?

Author's Notes/Comments: 

৭ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio