কচ্ছপের মত

যেভাবে মানুষের অসুস্থ হয়ে যাবার কথা শুনছি, তাতে ভয়ে তো নিজেরই হাত পা সেধিয়ে যাচ্ছে কচ্ছপের মত। যে কচ্ছপ জীবন থেকে সবসময় মুক্তি চেয়েছি, এখন এই অদৃশ্য শত্রুর তাড়নে আবার সেই কচ্ছপের মতনই হয়ে যাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন একটা হাহাকার লেগে গেছে। মানুষের পরিস্থিতি ক্রমে ক্রমে সঙ্গীন হয়ে যাচ্ছে। কোন কিছুতেই মন আর লাগছে না। অনেক চেষ্টা করে যাচ্ছি মন কে একটু এদিক ওদিক ঘুরিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হবো। কিন্তু যেদিকেই তাকাই সেদিকেই কেমন যেন একটা হাহাকার! কেমন যেন এক অনাকাঙ্খিত নৈঃশব্দ্যে ছেয়ে আছে সারা দেশ! খবর শোনা বাদ দিয়ে দিয়েছি কবে তাও মনে করতে পারছি না। কারণ সেখানে আশার চেয়ে নিরাশার ভাগই যেন বেশী থাকে। রেডিও শুনতে গিয়েও নিষ্কৃতি পাচ্ছি না। সেখানেও সেই দুর্বিসহ মৃত্যু বার্তা।

 

এমন কি কেউ আছে যে একটু আশার বাণী শোনাবে? কবে আবার মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে? কবে কোন বাবাকে আর সন্তানের সামনে ঈদের আগে মুখ লুকিয়ে চলতে হবে না? আমাদের কে নতুন দিনের স্বপ্ন দেখাবে? আমাদের কে আবার মানুষ হওয়া সেখাবে? এমন সুদিন আবার কবে আসবে, যেদিন আবার আমরা কচ্ছপ থেকে আবার মানুষের মত বাঁচতে শিখবো? নির্ভয়ে বলতে পারবো, ‘আমি একজন মানুষ! আমি অনেক আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই’।  

Author's Notes/Comments: 

৫ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio