গড়ে দিবে আমাদের মাঝে
বিভেদের প্রাচীর?
খুঁজে দেখো কত আগেই
তাতে ধরেছে চীর
এভাবে কি বাড়াতে পারবে
আমাদের ব্যবধান?
কিভাবে তুমি করবে বল
ভালবাসার সমাধান?
যে ভালবাসা ছড়িয়ে দিয়েছি
দূর দিগন্ত মাঝে
ভাল করে শুনে দেখো
সেই সুরইতো বাজে
নিন্দুকের কথায় তুমি যেন
দিও না একটুও কান
একবার তুমি চেয়ে দেখো
বুঝবে ব্যথার দান
সম-অসম এসব শব্দে
হয় কি ভালবাসা
দূরে থেকেও মনের টানে
যায় তো কাছে আসা
ভালবাসা কোন শব্দ নয়
হৃদয় দিয়ে বোঝো-
আমার পানে চেয়ে তবে
তুজেকেই তুমি খুঁজো
বলতে গিয়েছি কত কথা
এড়িয়েছি সংঘাত-
সকল বাধা পেরিয়ে আমি
ধরেছি তোমার হাত।