অন্তহীন দ্বিধাদ্বন্দ্ব

মনের ভেতরে চেপে রাখা

এক পুরনো দীর্ঘশ্বাস

যদি আমি দেখতে পেতাম

একটু বাঁচার আশ

থেকে থেকে মনে হয়

কি যেন হারালাম

কখনও আবার মনে হয়

আমি কি কিছু পেলাম?

জীবন যেন বাঁধা পড়েছে

সুরহীন এক ছন্দে

প্রতিনিয়ত জড়িয়ে পড়ছি

অন্তহীন দ্বিধাদ্বন্দ্বে

সবাই যেন ঘুরছি এক

আজব গোলকধাঁধায়

যার কোন অন্ত নেই

সকাল বা সন্ধ্যায়

যদি আমি প্রশ্ন করি

তুমি কি ভাল আছো?

আমাকে কি মনে পড়ে

নাকি সম্পূর্ণ ভুলে গেছো?

Author's Notes/Comments: 

৩ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio