কাঠগোলাপ

ডায়রীর ভাঁজে রেখেছিলাম

কাঠগোলাপ তোমার দেয়া

যতবার দেখি ততবার আমি

ভাসাই স্বপ্নের খেয়া।

শুকিয়ে গেছে কবেই

সুন্দর সেই ফুল

সময়ের সাথে সাথে

ভেঙ্গে গেছে ভুল

রাত যখন হয় গভীর

ছেয়ে যায় আঁধার কালো

তখনই তোমার কথাগুলো

ভাবতে লাগে বড় ভালো

তুমিও কি আমার মত

ভাবছো স্বপ্নের কথা

আজও কি হলো না তোমার

সেই মালাটি গাঁথা?

হাতে হাত রেখে চল

অনেকটা পথ যাই

তুমি আর আমি মিলে

এক সমুদ্র পানে ধাই

আকাশের থেকে তুলে আনি

কাঠগোলাপ এক স্বপ্নমাখা

তোমার চোখের সেই সাগর

আজও হলো না দেখা

Author's Notes/Comments: 

১ জুলাই ২০২১ (পদ্মা রেডিও এম.এম ৯৯.২ এর জন্য লেখা)

View shawon1982's Full Portfolio