আজকে আমার একমাত্র রুমমেট এর বিয়ের ১২ বছর বা এক যুগ পূর্তি হয়ে গেল। আমার একমাত্র রুমমেট! বাকীটা নিশ্চই বুঝতে পারছেন। আমার রুমমেট এর মত সহ্যশীলা মানুষ খুব কমই আছে। তার প্রমাণ হল আমি আর উনি সমস্ত পছন্দেই প্রায় উল্টো স্বভাবের। বলতে গেলে আমাদের মধ্যে একই জিনিসে মিল পাওয়া বেশ দুষ্কর। সে যাই হোক! আমার রুমমেটকে ধন্যবাদ আমাকে ১২ বছর ধরে সহ্য করে যাওয়ার জন্য। আশাকরি বাকী জীবনটাও উনি আমাকে এইভাবে সহ্য করবেন। আমার সব আব্দার পূরণ করবেন।
একটা কথা বলে রাখা ভাল, এই ১২ বছরে, আমার যত শখের জিনিস, দরকারী জিনিস সবই আমার রুমমেট না চাইতেই হাজির করে দিয়েছেন। যদি জেনেছেন আমার ওই জিনিসে শখ, তাহলে সেটাকে সে যোগাড় করে ফেলেছেই। এখনও আমার আব্দার পূরণ করেই যাচ্ছেন। শুধু খাওয়ার ব্যাপারটা মানতে চান না। আমাকে আমার পছন্দের জিনিস খেতে দিতে চান না খুব একটা। কিন্তু ১২ বছরের সমাপ্তির এই প্রথম লগ্নে নিজের হাতে জীবনের প্রথম চিজ-পাস্তা ঠিকই রান্না করে খাওয়ালেন। আমার রুমমেট, তার রুমমেটকে নিয়ে বাকী জীবন সুখে থাকুক। আপনারাও এই দোয়া দিয়ে যান।