একটুখানি ‘আমি’

 

 

 

নিজেকে নিয়ে কিছু বলা কতটা কঠিক একটা ব্যাপার সেটা এটা লিখতে গিয়েই টের পাচ্ছি চরমভাবে। আর কিইবা বলার আছে আমার নিজের সম্পর্কে? রক্ত মাংশে গড়া একজন মানুষ আমি। বন্ধুদের বাকী সবার মতই হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই আমার ছোট্ট একটা আটপৌরে জীবন। সৃষ্টিকর্তা যা দিয়েছেন, সেসবের কথা বলতে গেলে আমার নিজের ভাষা হারিয়ে যায়। তখন রজনীকান্তের ভাষায় আমারও বলে উঠতে ইচ্ছে করে-

 

“আমি অকৃতী অধম

বলেও তো মোরে

কম করে কিছু দাও নি

যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া

কেড়েও তো কিছু নাও নি”

 

এখানে আমরা সবাই আশাকরি একসময় পরস্পরের খুব ভাল বন্ধু হয়ে যাবো। সবার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা মিশিয়ে আমি আমার নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করছি। মনের অজান্তেও যদি কারো মনে কোন আঘাত লেগে যায়, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

ভালো নামঃ জায়েদ বিন জাকির (অনেকে আমাকে ভুলে ‘জাকির’ নামে ডেকে বসে। এটা আমার নাম নয় বরং আমার বাবার নাম। আমার মূল নাম হলো জায়েদ)

 

ডাক নামঃ শাওন (কবি নজরুলের বিখ্যাত গান “শাওন রাতে যদি স্মরণে আসে মোরে” এর কথায় মুগ্ধ হয়ে আমার বাবা আমার এই নাম রেখেছিলেন। পরে মায়ের কাছে শুনেছি আমার নানা নাকি আমার ডাক নাম ‘রুশো’ রাখতে চেয়েছিলেন। কিন্তু সেই নাম পরবর্তীতে স্থায়ী হয়নি। পারিবারিক ভাবে আমাকে শাওন নামেই ডাকা হয়)।

 

জন্মতারিখঃ ৬ জুন ১৯৮২ (ঢাকার রাশমনো জেনারেল হসপিটাল এ)

 

স্কুল যেখান থেকে SSC পাস করিঃ গবর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ঢাকা (১৯৯৯, বিজ্ঞান)

 

কলেজঃ নটরডেম কলেজ (HSC 2001, বিজ্ঞান)

 

স্নাতকঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), কেমিক্যাল এঞ্জিনিয়ারিং (ChE) (২০০৭ এ পাস করেছি)

 

স্নাতকোত্তরঃ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (NUS), Doctor of Philosophy (PhD), ন্যানোটেকনোলজি তে। ২০১৩ তে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত হই।

পেশাঃ অধ্যাপনা। (একটি স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি)

 

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত (৩০ জুন ২০০৯)

 

সন্তানঃ ২টি। মেয়ে জুওয়াইরিয়া (৭ বছর), ছেলে নুয়াইমান/অনিন্দ্য (২ বছর)

 

শখঃ অনেকগুলো। আমি মোটামুটি ভাবে উল্লেখ করতে চেষ্টা করছি-

১। আড্ডাবাজি করা (সরাসরি বা অনলাইনে)

২। পরিবার বা বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া

৩। বই পড়া (উপন্যাস, ছোট গল্প, কবিতা- বই পড়াটা আমার নেশা বলা যায়)

৪। গান শোনা (একা একা কোন কাজ করার সময় ও অনেক সময় শুনি)

৫। লেখালিখি করা (কবিতা, ছড়া, অভিজ্ঞতা, স্মৃতিচারণ, ছোট গল্প ইত্যাদি)

৬। চিঠি লেখা (ভীষণ পছন্দের কাজ। এখনো ইচ্ছে করে কাগজে চিঠি লিখতে)

৭। বৈদেশিক ব্যাংক নোট এবং ধাতব মুদ্রা সংগ্রহ (সেই ৬ বছর বয়স থেকে এই শখ)

৮। স্ত্রী বা বন্ধুদের সাথে নাটক বা মুভি দেখা

৯। রান্না করা (মাঝে মাঝে, ভোজন রসিক মানুষ হলে যা হয় আর কি!)

১০। বৃষ্টিতে ভেজা, বৃষ্টি দেখা (টিনের চালের বৃষ্টির ঝুমঝুম শব্দ শোনা)

১১। রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ‘বেতার নাটক’ শোনা

১২। আয়েশ করে কফি খাওয়া (পান করা)

 

গুণঃ তেমন কিছু কি আছে? আমি মানুষকে ভালবাসতে পারি! সত্যি সত্যিই বড় ভালবাসি যাদের কে মনে স্থান দেই।

 

দোষঃ বলে শেষ করা যাবে না এতো! আমি মনে হয় রেগে যাই অল্পতে। আমার ধৈর্য একটু না বরং বেশ খানিকটাই কম। আর আমার ভেতরে অভিমান ব্যাপারটা খুব বেশী কাজ করে।

 

নিজের সম্পর্কে আর কিছু নিজের থেকে আর কিইবা বলি! বন্ধুদের কাছে অনুরোধ রইলো, এই অকৃতী অধমের সম্পর্কে আরও কিছু যদি জানতে ইচ্ছে করে তাহলে আমাকে লিখো। আমি জানিয়ে দেবো। সবাই অনেক অনেক ভাল থাকো, আনন্দে থাকো।

Author's Notes/Comments: 

২৭ জুন ২০২১ (গ্রুপে নিজের পরিচয় লিখতে গিয়ে লেখা) 

View shawon1982's Full Portfolio