জানি না কোন আনন্দে
চোখে নেই ঘুম-
জানি না মনে আমার
কোন সুখের ধুম
হঠাৎ করে যখন আমার
ঘুমে জড়ায় আখি
তখনই কেন স্বপ্নের ঘোরে
তোমায় আমি দেখি?
তুমি তো শুধু স্বপ্ন নও
এক মূর্ত বাস্তব
আমার চিন্তা ভাবনা জুড়ে
তুমিই তো ছিলে সব
এখনও তুমি তাই আছো
সেটা যদি বুঝতে
তবে শুধু স্বপ্নেই নয়
বাস্তবেও তুমি আসতে
তোমাকে একটু দেখার আশায়
একলাই জেগে থাকি
শহর যখন ঘুমিয়ে পড়ে
তোমার ছবি আঁকি
একবার তো ঘুমিয়েই যাবো
উঠবো না আর জেগে
যতই তুমি বকা দাও
কথা বল রেগে
আমার শূন্য ঘরে যখন
আঁধার দেবে চুম
বুঝবে তখন ঘুমিয়ে গেছি
সেই অন্তিম ঘুম