আষাঢ় শ্রাবন যাই হোক
বৃষ্টি হচ্ছে অল্প
আমি এখন শোনাবো
কিছু আষাঢ়ে গল্প
করোনা বলে কিছু নেই
সবই মিডিয়ার সৃষ্টি
নাকে তেল দিয়ে ঘুমাও
বন্ধ রাখো দৃষ্টি
মিডিয়াতে যা পাবে
সবই কিন্তু সত্য
কাঠাল দিয়ে যেমনে
বানাই আমসত্ত্ব
আসল কথা আবার কি
করবো শুধু ‘চিল’
আমি তো অন্যের চালে
মারি একটু ঢিল
সঙ্গীত জগতে হিরো আলম
উজ্জল এক নক্ষত্র
কেন তোমরা অন্যের গান
শোনো যত্রতত্র?
লেখাপড়া অনেক করলে
আবার কর ‘রেস্ট’
অটোপাশে তুমিই হবে
সবার মধ্যে ‘বেস্ট’
নিয়ম কানুন মেনে বল
হবে টা আর কি?
অনিয়মের দুনিয়ায় তুমি
ঢালো যথেচ্ছা ঘি
কথাগুলো লিখলাম আমি
পুরো নয় অর্ধেক
মানবে কি মানবে না
খাটাও একটু বিবেক