উপহার পেতে কার না ভাল লাগে? আর সেটা যদি প্রিয় ভাই এর তরফ থেকে প্রিয় জিনিস হয়? আনন্দে আমার মনটা ভরে গেছে। মাত্র রকমারী থেকে ডেলিভারি ম্যান ফোন দিয়ে জানালো আমার জন্য বই উপহার আছে। পাঠিয়েছে আদরের ছোট ভাই, রিফাত, সেই সুদূর কিশোরগঞ্জ থেকে। আমার জন্মদিনের উপহার! অনেক বড় হয়ে গেছি, তবুও মন খুশিতে উদ্ভাসিত আমার! অনেক অনেক ভালবাসা আমার ছোট ভাই রিফাতের জন্য। লাতিফুল ইসলাম শিবলী ভাইয়ের লেখা কতগুলো বই পাঠিয়েছে রিফাত।
আমার মনের কথা ও কি করে টের পেলো আমি জানি না। এই ব্যাপারে আমার কখনও আলাপ হয়নি ওর সাথে। শিবলী ভাইয়ের লেখা পড়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। মনের সুপ্ত বাসনা বলা যেতে পারে। আজকে ছোট ভাই সেই শিবলী ভাইয়ের বই-ই পাঠিয়ে দিলো কয়েকটা! আনন্দের উপরে আনন্দ! দোয়া করি, রিফাত তোমার মনও সবসময় আনন্দে পূর্ণ থাকুক। অনেক বড় একজন মানুষ হও তুমি ভাই!