প্রায় ক্ষয়ে যাওয়া একফালি চাঁদ দেখে ভেবেছিলাম ওটা তুমি
পরক্ষণেই মনে হল, ভুল উপমা দিয়ে দিয়েছি
চাঁদ ঘুরে ফিরে আসে, বারবার আসে, কেউ না দেখলেও আসে
আর তুমি?
চৈত্রের ক্ষরায় হা হুতাশ করে ডেকেছি,
বৈশাখের ঝড়েও প্রদীপ জ্বেলেছি
বর্ষার অঝোর ধারায় নতুন নতুন রং দেখেছি
তুমি কিছুতেই আসলে না।
আমার অভিযোগের ছবিটা আমি একেছিলাম একবার
ওই কৃষ্ণপক্ষের চাঁদের ক্যানভাসেই
তোমাকে দেখাতেই তুমি বলেছিলে,
এতো দেখি একটা দীপ্ত মানবীর মুখ!
আবদার করে জানতে চেয়েছিলে কার মুখ
আমি বলেছিলাম, আঁকা শেষ হোক
নীল আকাশ দিয়ে মুড়ে যখন দেবো তোমাকে
তখন ভালবাসার আবরণ সরিয়ে নিজেই দেখো-
আমি দিয়েছিলাম ছবিটা তোমার হাতে!
যেই তুমি কিছু বলতে যাবে, ঠিক তখনই
চাঁদটা একটু একটু করে ক্ষয় হতে শুরু করে
কমে আসে আলোর তীব্রতা
অন্তিম শ্বাসটুকু নিঃশব্দে উড়ে চলে যায় তোমার ভালবাসা হয়ে।