খবরটা হয়ত অনেকেই দেখেছেন। আমিও দেখলাম ছোট ভাইয়ের মাই-ডে শেয়ার থেকে। একজন বাবা, তার অসুস্থ সন্তানকে নিয়ে ঠাকুরগাঁ থেকে ৯ ঘন্টা রিক্সা চালিয়ে ১১০ কিলোমিটার পাড়ি দিয়ে রংপুর মেডিক্যাল কলেজে নিয়ে এসেছে। কথাটা পড়তে খুব সহজ লাগলেও কথাটা হজম করতে আমার অনেক সময় লেগেছে। আমিও একজন বাবা। আমারও একজন ‘বাবা’ আছে। এই রিক্সাচালক বাবা’র কথা যতবার মনে পড়ছে ততবার মন থেকে দোয়া আসছে! কত মমতা একজন ‘বাবা’ তার অন্তরে ধারণ করতে পারে তার সন্তানের জন্য, এটা চিন্তা করতে করতে গিয়েই আমার জগৎটা এলোমেলো লাগছে।
প্রায় অসম্ভবকে একটা কাজকে সে সম্ভব করে দেখিয়েছে এই বাবা। মনে মনে যে কথাটা বিশ্বাস করতাম, সেই কথাটাই আবার ঘনীভুত হয়ে আসছে। ‘বাবা’ কথাটা একটা দর্শন। জন্মদাতা আর বাবা এক জিনিস না। জন্মদাতা অনেকেই হতে পারলেও ‘বাবা’ সবাই হতে পারে না। বারবার আমার এটাই মনে পড়ছে। আজকেই মনে হচ্ছে নতুন করে বিশ্বাস করতে ইচ্ছা করছে, ‘বাবা’ ও অনেক বেশী মমতাময় হতে পারে!