বাহারী প্রেম

আহা কত প্রেম ভাসে

আকাশে বাতাসে-

টয়লেটে গিয়েও কতগুলো

কানে ভেসে আসে

আশপাশ থেকে শুনি

প্রেমের সব গান

“তুমি যে আমার” বলে

গীতা দত্তের টান

লকডাউনের এই সময়ে

কত হতাশ মন

ঘর হতে বের হব না

বারংবার করছি পণ

তবুও তো ঘর থেকে

হতেই হয় বের

খাবার আসে কোথা থেকে

পাচ্ছে ওরা টের?

কষ্টজীবী মানুষগুলো

কেমনে বেঁচে আছে?

পেট ভরা যে প্রেমের নাগর

তার কি খবর আছে?

মুখে মুখে যতই বলি

তোমার দুখে দুঃখী-

নিজের পেটে খাবার দিয়ে

ঠিকই থাকি সুখী

রমজান মাসের ধর্মকর্ম

কেমন চলে ভাইয়া?

মানুষের যত কুটকাচালি

দেখতে পারি চাইয়া

খাবার খাবে বড়লোকে

বাকিরা দেবে ঘুম

শাকসব্জি কিনতে গিয়ে

ভাগ্যকে দেই চুম!

জিনিসপত্রের দাম যা হোক

চোখ বুজে থাকবো

আমার খাবার চললেই হলো

অন্যকে কেন ভাববো?

দিনে দিনে আমরা সবাই

হচ্ছি স্বার্থপর-

তুমি যাও চুলায় ভাই

আমি প্রেমের নাগর।

Author's Notes/Comments: 

২০ এপ্রিল ২০২১

View shawon1982's Full Portfolio