সত্যিই কি আছে কিছু এমন
যাকে বলে মন-
যেথায় আমি তোমার কথা
ভাবি প্রতিক্ষণ
ডেকে ডেকে তোমায় আমি
আজ বড় ক্লান্ত-
বহুদূর ঘুরে এসে
ভীষণ পরিশ্রান্ত
ইচ্ছে ছিল তুমি আমি
বসবো মুখোমুখি
তোমার সুখে সুখী হই
তোমার দুঃখে দুখী
দিন যায় মাস যায়
কেটে যায় বেলা
সময়গুলো ভাসিয়ে দিলাম
বানিয়ে মেঘের ভেলা
রাতের পর রাত যায়
একাই রই জেগে
নিশ্চুপে মৃদু বায়ু
একাই বইছে বেগে
খোলা জানালায় তাকিয়ে দেখি
আকাশে নেই তারা
কাদের আশায় জেগে ছিলাম
ঘুমিয়ে গেছে যারা?
মৃত্যুপুরীর এই নগরে
যেটুকু আছে শ্বাস
মৃত্যুর সাথে সন্ধি করে
আমার বসবাস
কোলাহলের এই নগরী
মহামারীতে আক্রান্ত
মৃত্যুর হাতছানিতে বুঝি
সন্ত্রস্ত মানবতন্ত্র!
একটু পাশে বসবে কি বন্ধু
যদি থাকে ক্ষণিক সময়-
মনের কথা হয়ত কিছুটা
বলবো আজ তোমায়
ডেকে ডেকে আমি হয়রান
বন্ধু তুমি কোথায়?
মৃত্যু প্রাচীর আড়াল করেছে
বন্ধু তোমায় আমায়