এক যে ছিল ছেলে
গড়লো আপন ভুবন
যাকে ভাল লাগতো তাকেই
করে নিতো আপন
ভীষণ আনন্দে ছিল সে
খুশিতে ভরপুর
যখন দেখবে মুখে হাসি
উচ্ছ্বল টইটুম্বুর!
বাস্তবে সে ছিল
একটু খানিক বোকা
এজন্য তাকে খেতে হত
পদে পদে ধোঁকা
খুব সহজেই মানুষকে
করে নিতো বিশ্বাস-
পরে করেছে অনুতাপ
ফেলেছে দীর্ঘশ্বাস
বন্ধুরূপে কাছে এসে
পিঠে মেরেছে ছোরা
স্বার্থ যখন ফুরিয়ে গেছে
মুখ ফিরায়নি তারা
তবুও ছেলেটা বেঁচে ছিল
নতুন দিনের আশায়
স্বপ্ন কত বুনে চলতো
একাকী নিজ বাসায়
একদিন সে বুঝে নিলো
কেউ নেইতো পাশে
যার যখন দরকার
শুধু তখনই সে আসে
দিনে দিনে গুটিয়ে গেল
ধীরজ শামুকের মত
আশা সব শেষ হল
গড়েছিল মনে যত
মোমের মত জ্বলে জ্বলে
একদিন গেল মরে
জীবনটাই বিলিয়ে দিল
ভালবাসার তরে
ছেলেটি যাদের ভালবাসতো
জানলো না তো কেউ-
সাগর কি তার খবর রাখে
কয়টা এলো ঢেউ?