বাগানে ফুটেছে আজ
গাছের প্রথম গোলাপ
তোমার হাতে দিয়ে
করবো প্রেমের আলাপ
উচ্ছ্বসিত, কত সুন্দর
গাছের প্রথম ফুল-
তোমাকে দিতে তাই
আমি করিনি তো ভুল
গাছের প্রথম গোলাপ
হাওয়ায় হাওয়ায় দোলে
ভালবাসি তোমাকে কত
বললাম মন খুলে!
পারো যদি বুঝে নাও
ভালবাসি কত-
এই ভুবনে এই মুহুর্তে
ফুল ফুটেছে যত।