তোমার মাঝে এই আমি
কবেই হয়েছি বিলীন
তুমি বিহনে এই আমি
সতত অস্তিত্ত্বহীন
বলি বলি করেও কেন যে
পারলাম না বলতে তোমায়
কত যে ভালবাসি আমি
যদি একটু বুঝতে আমায়!
জানো না তুমি ওগো
কোথায় আমার লাগে ভয়
কেমনে সইবো আমি
যদি ‘না’ শুনতে হয়?
মনকে আর কত বুঝাবো
দিয়েছি পাথর চাপা
আমার মন, ভালবাসা
সবই তোমায় সঁপা!
জানি না আর কত সময়
লাগবে তোমার বুঝতে-
আমি যে ক্ষয়ে যাই ক্রমশ
নিজের সাথে যুঝতে!
তুমি কি সত্যিই বোঝ না
আমার কষ্টের রাশি-
কেন যে বলতে পারি না
তোমায় ভালবাসি!