রাত তখন নেমে এসেছিল বিশ্ব চরাচরে
ফিরে দেখা হলো না বুঝি অতীত জঠরে
উদ্দেশ্যহীন ভাবে এভাবে কাটবে কত বেলা
লবণ পানিতে স্নাত হয়ে আর কত হবে খেলা?
আজ কি তবে পড়ে রইবে কল্পনায় বোনা জাল
লক্ষ্যভেদ করেও বুঝতে পারিনি তার অন্তরাল
মন্থর হয়ে যায় যখন এই দুর্বার চলার গতি
চৌহদ্দির পেরিয়ে গেলে, কিইবা হবে আর ক্ষতি?
ধুলার প্রান্তরে তবে রোপিত হোক সম্ভাবনার বীজ
রীতি নীতির ধুম্রজালের ভেতরেই তবে হোক দ্বিজ
রিপুর তাড়নে পান্থ তুমি হয়ো না যেন ক্ষান্ত
ফানুশে বেঁধে উড়িয়ে দাও হতাশা, মন কর শান্ত
তন্দ্রা আসে আসুক, অপেক্ষায় রবে সারা দিগন্ত!