জানো ভাইয়া, আমার যখন
এসে যেত পরীক্ষা-
প্রতিবারই জব্দ হতাম
হতো উচিত শিক্ষা!
প্রতিবারই বলতাম আমি
পরের বার থেকে-
পড়া লেখায় ফাটিয়ে দেব
পড়বো রাত জেগে!
স্বপ্নই শুধু দেখে গেছি
হয়নি কভু সত্যি-
বিশ্বাস কর সব কথাই
মিথ্যে নয় এক রত্তি!
তবুও তো সেসব দিন
পার করেছি কবে-
কেমন যেন মনে হয়
পাস করলাম সবে!
পরীক্ষা যেই এসে যেত,
মুখ হইতো কালো-
একটা একটা শেষ হলেই
কি যে লাগতো ভালো!
তোমরা এখন এগিয়ে গেছ
আমাদের থেকে কত-
প্রযুক্তি সব হাতের মুঠোয়
তোমাদের আছে যত।
পরীক্ষা ছিল, সামনেও থাকবে
করোনা যেন ভয়
যত খুশি আসুক না
করতে হবে জয়।
ভীত তুমি হও না জানি
একদম আমার মত-
হাসিমুখে এগিয়ে যাবে
কিসের চিন্তা এত?
দরজার এপাশ থেকে
অপেক্ষায় আছি ভাই-
হাসিমুখে আসবে তুমি
দেখবো আমি তাই!
তোমার মধ্যে নতুন করে
বাঁচার স্বপ্ন দেখি-
ছড়ার প্রতি ছত্রে তাই
মনের কথা লিখি।
জয়ের মালা নিয়ে এসো
করবো তোমায় বরণ-
কল্পনার দিগন্ত পেরিয়ে
সকল বাধা করবে হরণ।
দুরত্ব যতই হোক ভাই
আছি তোমার সাথে-
থাকবো তোমার আশেপাশে
সকল বন্ধুর পথে।
অনেক বড় হও তুমি
এই আশীর্বাদ করি-
অকুতভয়ে এগিয়ে যাবে
স্রষ্টার নাম স্মরি!