ক্লান্তিহীন জাগরণ

মেঘের পরে মেঘ জমেছে, আসবে বুঝি আলো

হলুদ বরণ সূর্যটা তুমি আলোর পশরা ঢালো

মুগ্ধ করে আমাকে সদা, কি অপার স্নিগ্ধতা

দখিন হাওয়ার সাথে মিশিয়ে দেয় উদারতা

হালকা রঙের আকাশের মত আছে মুক্ত মন

সাড়া দাও, পাশে এসে বসই না কিছুক্ষণ

নক্ষত্র হয়ে পাশে রব, ক্লান্তিহীন জাগরণ

মন থেকে যা চাই, তাই যেন হয় সাকার

ঈগলের মত অব্যর্থ হওয়াটাই যে দরকার

নত নয়, উন্নত চিত্তে জিততে চাই বারবার

Author's Notes/Comments: 

২৬শে নভেম্বর ২০২০ ( মেহমুদ হাসান মঈন )

View shawon1982's Full Portfolio