গোধূলি বেলার রক্তিম আকাশে কলম ছুঁয়ে
নিয়ে নিলাম ঝর্ণা কলমে রক্তিম কালি
দূর্ভেদ্য দেয়ালের এপাশ ওপাশ জুড়ে লিখবো
তোমার জন্য অনন্ত প্রতীক্ষার অন্তহীন গাঁথা
গাংচিলের ডানায় নীলচে কালির ছোপ যদি দেখতে পাও
তবে বুঝে নিও সেগুলো ছিলো হতাশার ঝাপটানিতে
হৃদয়ে থেকে ঝরে পড়া যন্ত্রণা-
পালকে পালকে বয়ে নিয়ে গেছে অবলা পাখিটি
বোঝেনি বিষের অব্যক্ত নীল যন্ত্রণা
তুমি ভেবেছিলে নীল কালিতে লিখেছিলাম ভালবাসার চিঠি?
আমার চিঠিগুলো এখন রক্তিমাক্ষরে লেখা হয়
জমে যাচ্ছে একের পর এক চিঠি
শুধু পৌঁছোয় না প্রাপকের হাতে-
তোমার ঠিকানা এখন আমার কাছে বিস্মৃত
চিঠি যায় না-
বাড়তে থাকে যন্ত্রণার পারা,
ক্ষয় হতে থাকে অভিসার অভিলাষ
নির্লোভ মনে জমতে থাকে দূরারোগ্য ব্যাধি
আয়ু ক্ষয় হয়, আমি শুদ্ধ হই
তুমি কিছু বলার আগেই আমি বুঝে নেই
সবকিছু আছে আগের মতই
প্রতীক্ষার ব্যপ্তিতে শুধু আমি আর তোমার নই।