আমার পৃথিবীতে ব্যথা বলে কিছু নেই
আবছা কিছু স্মৃতির প্রতিবিম্ব ছিল, মুছে ফেলেছি
এখন আমার পেছনে টানা আছে একটা সমাপ্তির দেয়াল
নিজেকে সামনে নিয়ে যাচ্ছি পেছনে গ্লানির আলপনা এঁকে
যা কিছু ছিল আমার কল্পনায়, সব পুড়িয়ে ছাই করেছি
কারণ আমার তো ব্যথা বলে কিছু নেই।
প্রবঞ্চনার কালিতে আঁকা তোমার ছবিটা
কি সুন্দর গ্যালারিতে নজর কাড়ছে দর্শকের
মুহুর্মুহু করতালিতে ভেসে যাছে অডিটোরিয়াম, তোমার কথায়
আমিও নীরবে জয়গান গেয়েছি, তুমি শুনতে পাওনি
যতপথ তুমি এগিয়ে গেছ সামনে, ঠিক ততটাই-
আমি পেছিয়ে গেছি উল্টোদিকে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে, ঝিরঝির বৃষ্টি মাথায় নিয়ে
পবিত্র বলেই তো আখ্যা দেয় সকলে,
চোখ বুঝে আকাশ পানে চাইলাম
বৃষ্টির কোন ফোঁটা আমার চোখে পড়েনি
মুখ নামিয়ে নিলাম।
কখনও যা করি না, তাই করলাম আজ
রিক্সার হুড তুলে, হুডের গায়ে মাথা ঠেকিয়ে দিলাম
দুলুনির তালে তালে মাথায় সজোরে লাগছিল
তবুও আমার ঘুম ভাঙ্গেনি, হুড ধরে ঘুমিয়ে গেছিলাম
কোন ব্যথা আর অনুভূত হচ্ছিলো না তখন।
আমি ভাল হয়ে গেছি তাহলে, আর ব্যথা নেই!
আমাকে আর খুঁজতে যেও না তোমার বৈভবের বসুন্ধরায়
আমার আত্মা তো সেই ঠেকে গেছে কোন অতৃপ্ত বালির চরায়
শূন্য থেকে শূন্যে পেছাতে পেছাতে আমি পৌঁছে গেছি অভিষ্ট লক্ষ্যে
সবাই যেথায় সামনে তাকিয়ে সেখানে পেছন ফিরে কে দেখে?
ধূসর মায়ায় সঙ্গোপনে ছত্রে ছত্রে লিখেছি যেই-
তোমার উন্নাসিক ধরায় হারিয়ে গেছে সব,
নিতান্ত সঙ্গোপনে, অথৈ সাগরের লোনা জলে
শুধু আমি জানি একাকী, আমার মনের গহীনে
এই আমি বেশ ভাল আছি, আর কোন ব্যথা নেই।