অপূর্ব মানুষ

মর্ত্যের নয় আবার ঠিক যেন স্বর্গেরও নয়, অপূর্ব মানুষ

শিয়রে ধারণ করে অমিত সম্ভাবনা, মনে নেই আক্রোশ

উন্নত চিন্তা-ধারা যার গন্তব্যের নিত্য দিনের পাথেয়

রণক্ষেত্রের অকুতোভয় যোদ্ধা, কাউকে করেনা তুচ্ছ হেয়

রবে সারাদিন একা একা, নিজের কাজে রয় সদা মগ্ন

হরেক রকম দুর্বিপাকেও যার মন হয় না কভু ভগ্ন

মানুষকে সন্মান করে, অতি মহৎ যার চিন্তা চেতনা

নত হয় না কভু অন্যায়ের কাছে, উন্নত যত ভাবনা

খাস মনে প্রার্থনা করি, যেখানে থাকো পৃথিবী খ্যাত হও

নমনীয় থেকো স্রষ্টার কাছে, আর কারো কাছে ছোট নও

সাম্যের কথা শুনিও মানুষকে, ভালবাসা দিও অকাতরে

য়া আল্লাহ! প্রার্থনা করি, তুমি থেকো সর্বদা সমাদরে

নও তুমি আর দূরে, রয়েছো তুমি এই আমাদের অন্তরে  

Author's Notes/Comments: 

7  september 2020 Acrostic for Sayan 

View shawon1982's Full Portfolio