সাতাশ

সব অঙ্কের উত্তর মেলে না

সব প্রশ্নের উত্তরও খুঁজে পাওয়া যায় না

এক পা এগোই তো কয়েক পা পিছিয়ে আসি

ভয় লাগে, স্মৃতিগুলো তো মুছে ফেলতে পারি না

ধুলোর প্রলেপ মাখা স্মৃতিগুলোও দংশন করতে জানে

কামড়ে কামড়ে জাগিয়ে দেয় পুরনো ক্ষতগুলো

সুখ দুঃখে মিলেমিশে একাকার

টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করে করে

কখন যেন উড়ে গেছে শালিক যুগল

ঝুঁকে গেছে দুঃখের পাল্লা!

মেঘের মত জমতে থাকা দুঃখগুলো

দু’হাত দিয়ে সরিয়ে দিলাম যত্রতত্র

ওরা সরে গেল ঠিকই, কিন্তু আমাকে রক্তাক্ত করে দিয়ে

বলে গেল, চিহ্ন দিয়ে গেলাম, সুখ চিহ্ন

এই সুখ নিয়ে বেঁচে আছি-

রাতের আলো আর দিনের অন্ধকারে

আমার হিসেব আর মেলে না।

ধিক্কার দেই নিজেকে- কে দিয়েছিল মাথার দিব্যি

হিসেবের খাতা না খুললেই কি ভাল ছিল না?

কে বোঝাবে আমাকে সেই সহজ কথাগুলো

ভালবাসা শুধুই এক তরফা হয়-

ভালবাসার কোন প্রতিদান হয় না।

অঙ্ক মেলেনি তবুও সহজ করে বুঝে নিয়েছি কথাগুলো

Author's Notes/Comments: 

৪ সেপ্টেম্বর ২০২০

View shawon1982's Full Portfolio