ধোঁয়া ওঠা এক মগ সুগন্ধি বিহ্বলতা,
সাথে একটু একটু কাঁচভাঙ্গা আদর
আর্দ্র করে দেয় মনের সন্নিবেশ আদ্যোপান্ত
ঢেকে দেয় কি অবলীলায় দ্বিধাহীনতার চাদর
ছিপি খুলতেই বের হল লালচে অতীতের সুগন্ধ
শান্ত সরোবরে তখনও চলছে জলের তান্ডব
আমি বিছানা থেকে উঠে দাঁড়াই
বালিশের উপরে শুইয়ে দেই আমার বিজল্প ভাবনাগুলো
বন্ধ ঘড়িটা ব্যঙ্গ করে জানালো, সুপ্রভাত
আমি কিছু বলতে চাইলাম, শুনলো না
কখনও শোনেও না! একরোখা জিদ যে!
টলমল পায়ে এগিয়ে যাই,
আমাকে আজকেই বের হয়ে যেতে হবে
সম্পূর্ণ অন্যপূর্বা এক অন্ত্যজাশ্রয়ে
যেখানে সুরাশ্রয়ী রাগ ভেসে আসবে ধীরালয়ে
উচ্চস্বরে শোনাবে জীবনের সুর লয় তাল
আমার আর কিছু শেখা হয়ে ওঠে না
ক্ষুধা তখন নেমে গেছে ঠোট থেকে নাভিতে
নাভি থেকে হাঁটুর নীচ অবধি
লজ্জার আভরণ খুলে ফেললাম এক এক করে
আলিঙ্গন করে নিলাম জোয়ারের মত ধেয়ে আসা
জীবনের কতিপয় অনুষঙ্গ আর এক টুকরো কাগজ
যেখানে ছত্রে ছত্রে লেখা আছে ক্ষুধার্ত এক অনুঢ়া কবিতা