চব্বিশ

আছেন আপনারা? শুনছেন কেউ?

আপনাদের আজকে শামুকের সাতকাহন শুনাবো

নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ভেবেছিল

ভাল থাকার ষোলকলা বুঝি উপচে পড়লো-

নিজের মত থাকার বিভ্রান্তির বিলাসে

সময় কাটানোর মাশুল দিয়েছে প্রাণবন্ত লাশে-

কখনও মরেছে গলার ফাঁসে

কখনও ভেসে গেছে নির্বাসনের চরে

এর নামই মনে হয় আরক্তিম বাঁচা?

কিংবা শ্বাপদের নখের আঁচড়ে বেরিয়ে আসা

পৃথিবীর সবচেয়ে বেশি নেশা ধরানো পানীয়- রক্ত!

দু’টো গ্লাস তুলে ধরো ওধরে

একটিতে বরফের টুং-টাং মেশানো অন্ধকার

অন্যটিকে তাজা বুক চিরে আনা লাল সান্দ্র তরল

ততক্ষণে শামুক জীবন আটপৌরে চোহদ্দি পেরিয়েছে

সন্ধান করে চলেছে প্রতিপক্ষের-

নির্বিঘ্ন চলাচলে তার আছে জিজীবিষা

শামুক জীবনের অজর সর্পিলতায় এখনও জাগে কত আশা!

Author's Notes/Comments: 

১০ জুলাই ২০২০

View shawon1982's Full Portfolio