তেইশ

নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দেখতে চাই

কতটা সহ্য করেছিলাম-

নাকি দূর থেকে কিছু মুখোশ দেখে ভয় পেয়েছিলাম?

একটু সময় থাকলে পড়ে দেখতে পারেন!

এখন কি কাঠ-ঠোকরার জীবন আঁকবো

উঁচু কোন গাছের কান্ডে ঠোট দিয়ে করা গর্ত

ঠক-ঠক-ঠক...

একটু আশ্রয় হবে?

আমিও আমার নিজের জীবন আঁকি

কখনও বালিশে,

কখনও কাগজে

কখনও মেঝেতে,

কখনও হাঁপরে

তবুও নিস্তার নেই,

যবনিকার পতন নেই

জানালা গলে আসা রোদটুকুর মধ্যে

ভিটামিনের পরিবর্তে

বিষ খুঁজে নেই রন্ধ্রে রন্ধ্রে

লবণ পানি দিয়ে মেরে ফেলি

সদ্য জন্মানো সন্তানকে

আমার ভাবনার আড়ালের ছাইয়ের গাঁদায় পড়ে থাকা

দেহাবশেষ?

কখনও কি কিছু ছিল?

যন্ত্রণার উপবৃত্তাকার পরিসীমার সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে

শুনে চলেছি,

ঠক-ঠক-ঠক...

একটু আশ্রয় হবে?

Author's Notes/Comments: 

৯ জুলাই ২০২০

View shawon1982's Full Portfolio