কালান্তক যজ্ঞের আহুতি হয়েছি বহুবার
ইশ্বরকে দেখেছিলাম ভ্রমের অন্তরালে
মাথা নুইয়ে দেখেছি দেহ ভস্ম
ইশ্বর চলে গেলেন স্বপ্নের প্রাচীর তুলে
আমি যতবার মাথা তুলেছি
ততবার ভাসিয়ে নিয়েছে অন্ধকারের গলিত স্রাব
পাপের চক্রে ক্রমাগত ঘুরপাক খেয়ে
শঙ্খধ্বনিতে শুনেছিলাম মৃত্যুর ডাক-
ঘৃণার সাথে প্রত্যাখান করে বলেছিলাম
আমি দিগন্তের মত অস্পৃশ্য
পর্বতের মত উন্নাসিক
সাগরের মত মুখোশধারী
জীবনের আড়ালে মৃত্যুর গন্ধ
বাতাসের মত অবনত-
উপমায় ভুল নেই-
ভুলে ভরা ছিল আমার জীবনাহুতি
ভুল ইশ্বরের কাছে
ভুলের কাছে সমর্পিত অন্তহীন নিয়তি।