রাদিত! আমি তোমার মত হব!

বইয়ের পুরনো তাকে তুলে রেখেছিলাম ডায়রীটা

কবে থেকে লিখেছিলাম কি ছিল তা মনে নেই সবটা

পাতার পর পাতা উল্টে গিয়েছি আর দেখে ভেবেছি

সময় কত পালটে গেছে তবুও আগের মতই আছি

লেখাগুলো এখনও মনে করিয়ে দিচ্ছে পুরনো সব স্মৃতি

ভালবাসা আর মায়ার বন্ধনে জড়িয়ে ছিল কত সম্প্রীতি

এরপরে কত দিন গেছে, কোথায় যেন হারিয়েছে সব

পা পাওয়ার বেদনা নিয়ে মনে জমে গেছে কত ক্ষোভ

তাই ভেবেছি জীবনের সাথে বোঝাপড়া করবো-

রাদিত! আমি তোমার মত হব!

 

শৈশবকে ফেলে এসেছি অগোচরে সেই কত দূরে

চাইলেও যার নাগাল আর পাই না আমি পিছু ফিরে

তবুও সে পেছন থেকেই হাতছানি দিয়ে আমায় ডাকে

অতীতের কথাগুলো কি যতনে সে মায়ায় ঢেকে রাখে

এক পা এগিয়ে কতবার আমি থমকে গিয়েছি একাকী

যদি আমার শুনতে পাই সে পিছুডাক, তবে যাব কি?

কিন্তু কেউ ডাকেনি, আমি বুঝেছিলাম সব আমার ভুল

আপন মনে নিঃশব্দে দিয়ে যাচ্ছি আমি যার মাশুল

যত অগ্রসর হয়েছি তত ভাবেছি কি নিয়ে থাকবো?

রাদিত! আমি তোমার মত হব!

 

জানালার বাইরে দৃষ্টি দিয়ে যখন আকাশ পানে চাই

উড়ন্ত মেঘগুলোকে যেন মনে হয় শবদাহের ছাই

কখনও বৃষ্টি নামে উথাল পাথাল আকাশ ছেয়ে

আকাশের কি কোন দুঃখ আছে বেশী আমার চেয়ে

এখন কেন আর শুনতে পাইনা বৃষ্টির পাগল করা শব্দ

নিজের মনে নিজেকে বন্দী করে নিজের কাছেই জব্দ

জানালার পাল্লা বন্ধ করে আমি ফিরে আসি গৃহকোণে

ভুলে যাওয়া কবিতাগুলো আউড়ে চলি আপন মনে

কবিতার লেখার সেই প্রহরগুলো আর কি ফিরে পাবো?

রাদিত! আমি তোমার মত হব!

 

জীবন কেটে যায় কতগুলো সাজানো ব্যস্ততার আড়ালে

নিজেকে প্রশ্ন করেছি কত, কিসের ভেতর তুমি হারালে

প্রশ্নের প্রতিধ্বনি ফিরে এসেছে কোন অজানায় বাধায়

উত্তর দেয়নি কেউ, জিজ্ঞসা করে বড় ক্লান্ত আমি হায়

যেখানে যাকে পেয়েছি, অনুনয় করে বলেছি একটু শোন

মুখ ঘুরিয়ে চলে গেছে, একটুও ফিরে চায়নি কখনও

তবুও কিছু মনে রাখিনি, ভেবেছি আমিই বুঝি এমন

আর কাউকে কিছু বলবো না কতবার করেছি পণ

এবার থেকে নিজের কথাগুলো নিজের কাছেই রাখবো

রাদিত! আমি তোমার মত হব!

 

সম্মুখের পানে যতবার চেয়েছি, অতীত দিয়েছিল বাধা

আমার কথা না শুনে যে চলে গেছে, তাকে কেন সাধা

হয়ত সে আমাকে কখনও ভাবেনি আমার মত করে

মন যখন ভরে গেছে, আপন মনে নিজেই গেছে সরে

কেউ তো ভেবে দেখেনি আমার মনের মনের অবস্থা

অথচ আমি তো অন্ধের মত করেই রেখেছিলাম আস্থা

এভাবেই বুঝি পেতে হয় শুদ্ধ ভালবাসার প্রতিদান

যতই খোঁজার চেষ্টা করেছি, খুঁজে পাইনি সমাধান

এখন সময় এসে গেছে জীবনকে নিজের মত শিখবো

রাদিত! আমি তোমার মত হব!

 

মাঝে মাঝে মনে হত, আবার কি কখনও জন্ম হবে

আবার কি কখনও সেই হারানো মুখগুলো দেখা যাবে

আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছি, হয় কি আবার জন্ম

সেই জীবনে কি অতীত কখনও হবে আমার কাম্য

চিন্তা করি আবার যদি কখনও পৃথিবীতে আসতে হয়

তখন কি আমি বলতে পারবো, এই রূপে আর নয়

কল্পনার সুতোগুলো ছিঁড়ে যায়, জোড়া যে লাগে না

এক অংশ কখনও অন্য অংশের দেখা আর পায়না

তবুও আমি নিজের সন্ধানে সামনে এগিয়ে যাব

রাদিত! আমি তোমার মত হব!

 

কত পরিকল্পনা সব রয়ে গেছে অপূর্ণ অগোচরে

এমন তো কত কিছুই হয়ে যায় বিশ্ব চরাচরে

তবুও আমরা খুঁজে নেই বেঁচে থাকার কত উপায়

আঁধার আকাশের ওপাশেও কেউ সূর্য দেখতে পায়

আশা নিয়ে বেঁচে থাকি, ভাবিনি আর কতটুক বাকী

নিজের কাছে নিজেকে আর কতকাল দেব ফাঁকি

এইতো যখন তুমি আমার সামনে এসে দাঁড়ালে

আমি ভেবে পাইনি, এতকাল ছিলে কোন আড়ালে

এখন আমি তোমার সাথে কত কথাই যে বলবো

রাদিত! আমি তোমার মত হব!

 

কত পথ পাড়ি দিয়ে এসেছি আর কত রয়ে গেল

ক্লান্ত যখন হয়ে গিয়েছি, নিজেকে বলেছি চোখ মেল

সামনের দিকে কত আলোর দেখা, পেছনে শুধু আঁধার

সব বাঁধা উপেক্ষা করে এগিয়ে যাবার সাধ্য আছে কার

ক্ষতবিক্ষত মনে এগিয়ে গিয়েছি, এসেছি কতটা পথ

সামনে বিস্তর পথ, আমি একাকী, নেই যে কোন রথ

যখন ভেবেছি আমার মত একজন তো কেউ আছে

বাস্তবে হবে তা তো ভাবিনি, ভেবেছি হোক না মিছে

এখন আর ভয় কি, এখন তো শুধু তোমাকেই দেখবো

রাদিত! আমি তোমার মত হব!

 

এসো আমরা পেছনের সব দুঃখের কথা ভুলে যাই

নতুন স্বপ্নকে সাথে সাথে নিয়ে চল সম্মুখ পানে ধাই

যা ঘটে গেছে অতীতে, তাকে ফিরিয়ে এনে কি হবে

সুখের জায়গায়, শুধু ব্যথা আর দুঃখই বেড়ে যাবে

ভেবে দেখো, আমরা কত কিছু করতে চাই

আসো নিজেকেই বলি, পিছে দেখার সময় নাই

সুন্দর আগামীর জন্য করে যেতে হবে কাজ

আমাদের এই অগ্রযাত্রায় নেই ভয় নেই লাজ

সম্মুখের পানে যেতে আমি তোমার সঙ্গী হবো

রাদিত! আমি তোমার মত হব!

 

বন্ধুর পথে যেতে আমি রইলাম তোমার সাথে

কখনও ঠাঁই দিওনা গ্লানি, ভগ্ন এই মনোরথে

আর আমি নিজেকে ভাবি না এই আমি একা

যখন থেকে আমি পেয়েছি ভাই তোমার দেখা

মনের গহীনে যেখানে আমি নিজেকেই দেখি

তোমার প্রতিবিম্ব ভাসে, মনের খাতায় লিখি

তোমার কল্যান প্রার্থনায় কাটে আমার দিন রাত

আগামীর পথ চলায় ধরে রাখবো তোমার হাত

তোমার মাঝে নিজেকা পাব এই আমি নব নব

রাদিত! আমি তোমার মত হব!

Author's Notes/Comments: 

১ জুলাই ২০২০

View shawon1982's Full Portfolio