তখন কি বুঝেছিলাম আমাদের এই অদ্ভুত সমাণুতা
দিন দিন শুধু বেড়েই যাচ্ছে মায়া আর ভালবাসাটাও
রামের যেমন লক্ষ্মণ! তুমিও আমার যোদ্ধার অসি
নতুন করে পেলাম নিজেকে, মনটা তাই ভীষণ সাফ
খাল বিল নদী অথবা যেন সমুদ্রের মত সর্বংসহা
নতুন দিগন্তের সন্ধান পেয়ে আমার এই ছুটে আসা
সার্থক হলো সব প্রার্থনা, হলো সব দুঃখের অবসান
হাজার নক্ষত্রের মাঝে উজ্জ্বলতম, আমার দেখা
ফসলের মাঠে যেন এক নব আনন্দের অনুরণন
সিমানা পেরিয়ে নিজেকে পাওয়ায় আমি আত্মহারা
ওখানে এখানে মহাশূন্যের বিচরণে নিজেকে ফাঁদি
তারপরেও মন বলে যায় শুধু, তুমি ভাল থেক শতত