তারস্বরে ডেকে ডেকে বলেছি, বাঁচব প্রতিনিয়ত
ওখানে এখানে কত প্রার্থনা, দিগন্তের অন্ত আদি
সিনা টান করে উঠলাম, দেখি সুখ আনবে কারা
ফলশ্রুতিতে পেয়েছিলাম ব্যথা, আনত ছিল নয়ন
হাপরের মত শ্বাস টেনে বুঝেছি হয়নি কিছু শেখা
সামান্য চেয়ে বুঝিনি, জীবনটা নয় কুসুম কানন
নব দিনের সূর্য উঠেছিল সঙ্গে নিয়ে কান্না হাসা
খাবলে তুলে নিয়েছিল রোপিত স্বপ্নটুক ছিল যাহা
নতুন করে অগ্রসর হয়ে মনকে করেছিলাম সাফ
রাজ্য জয় না করেও আমি বিজয়ীর মত হাসি
দিন শেষে অক্লান্ত আমি অভিযোগ নেই কোনও
তবুও আমি তোমার মতই, এক সমুদ্র গভীরতা