তার কথা মনে পড়ে যায়, সেটাই কি সার্থকতা
ওকে কত কিছু বলতে চেয়ে বলিনি তো একটুও
সিদ্ধান্তহীন আমি হেসেছিলাম শেষ কাষ্ঠ হাসি
ফল হবে না জেনেও, আগুনে দিয়েছিলাম লাফ
হা-হা শব্দের অট্টহাসি সেদিন শুনেছিলাম যাহা
সারাংশ নয়, পুরো গল্পটাই শুনিয়েছিল কত খাসা
নকল আবরণের আড়ালে লুকানো ছিল রাবন
খামখেয়ালীর বসে, ভেবেছিলাম কয়েছে কত দেখা
নয়ন যেথা ভুল করেছিল, ভুল করেনি সেথা মন
রাতের আধারে সুযোগ নিয়ে সকলেই বিলীন তারা
দিকভ্রান্ত হয়ে আজকে তারা খুঁজে পায় না অন্ত-আদি
তবুও মনে পড়ে তাদের, ওরা ভাল থাক ওদের মত