ফিরে আসে না শৈশবের দিন যতই ডাকি তারে কত শত
তবুও মনে হয় সেইসব দিন একবার ফিরে পেতাম যদি
মনের মাঝের বৈরী কল্পনায় আমি যে চিরায়ত বাধনহারা
শত মুখোশের আড়ালে আমি খুঁজেছি আমার আপনজন
খুব কাছে হয়ত ছিল, তবুও আমি পাইনি তার দেখা
জেগে জেগে অস্ফুট কল্পনায় কখনও আনত হয়নি দু’নয়ন
জীবনের ব্যপ্তি আমি সন্ধান করে পেয়েছি কাঁদা-হাসা
অবশেষে সন্ধান পেয়েছি, এতকাল একাকী খুঁজেছি যাহা
কলঙ্ক যাকে স্পর্শ করেছি, সে পঙ্কিলতামুক্ত পাক-সাফ
অকপটে তাকে বলতে চাই, তোমাকে আমি বড় ভালবাসি
নিরন্তন ভালবেসে যাব তোমায়, যদি দূরে যেতে হয় তবুও
তোমার স্মৃতিতেই ভাসিয়ে দেব যত গ্লানি দুঃখ জীর্ণতা