আমার একটা নদী ছিল, নিরবিচ্ছিন্ন খরস্রোতা
সেথায় আমি ভাসিয়েছিলাম কত স্বপ্নের নাও
মনের অন্তরালে সেথা আমি ফিরে ফিরে আসি
নিশ্চল পানিতে কত খেলেছি, দৌড় ঝাপ লাফ
এখনও খুঁজে বেড়াই সেথা হারিয়ে ফেলেছি যাহা
স্মৃতির মনিকোঠায় এ কথা জমে আছে ভাসাভাসা
ফিরে আসবেনা অতীত জেনেও মিছে করেছি ক্রন্দন
কত পথ এখনো বাকী, কত কিছু রয়েছে বাকী শেখা
নিরন্তন একাকী আমি করে চলেছি স্বপ্নের বীজ বপন
আমার স্বপ্নের আঙ্গিনা একদা মাড়িয়ে দিয়েছিল যারা
তাদের কথা মনে হলে, এখনও সেই নদীর মত কাঁদি
নদীর মত ভালবেসেই যাব জীবনে নিয়েছি সেই ব্রত