তখন কি ভেবেছিলাম পাব তোমার দেখা?
দিনের শেষে যখন ছদ্মবেশে এসেছিল আঁধার
রাত জাগা নক্ষত্রগুলোতে খুঁজেছিলাম সান্ত্বনা
নয়ত খুঁজে নিতাম অজানা গন্তব্যের পারাবার
খাতার উপরে আঁকা স্বপ্নের নকশাগুলোর উপর
নয়-ছয় করা অবসন্ন মন, জমেছে সহস্রাব্দের ধুলো
সামান্য কিছুর মোহে, মিথ্যে হাতছানির যত প্রলোভনে
হা পিত্যেস করে কেটে গেল স্বপনবোনা সেই দিনগুলো
ফল কিছুই পাইনি, জমেছিল কেমন একরাশ শূন্যতা
সিদ্ধান্ত নিতে পারিনি আমি, নিজের মত গিয়েছি ক্ষয়ে
ওষুধেও যখন ঘুম আসেনি, একাকী শুধু ভাবতাম-
তারার মত আমার পাশে রবে? ছায়া হয়ে? মায়া হয়ে?