সেই কবে পার করে এসেছি একুশ বছর বয়স
স্মৃতিগুলো তা মনের মাঝে এখনও বেশ সরস
মনে হয় এইতো সেদিন করে এসেছি পার
স্মৃতির পাতায় পাতায় দেখি তারই সমাহার
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ছিলাম প্রথম বর্ষে
নতুন পুরনো বন্ধদের সাথে কেটেছে মনের হর্ষে
টানটান উত্তেজনার সেসব দিন এখনও পড়ে মনে
কত মজার স্মৃতি জমেছিল, বন্ধুরা তোদের সনে
ভার্সিটিতে বাসে যেতাম, ছিল দুই টাকার টিকেট
ব্যাঙ্কে গিয়ে কিনতে হল, পাতা পঞ্চাস টাকা রেট
ক্লাসের পরের সেসনাল গুলো, তার ভিন্ন আমেজ
ক্লাসে করে ক্লান্ত হলে ছুটি হলেই আবার সতেজ
পরীক্ষা যেই ঘনিয়ে আসতো, ভয়ে কাঁপতো বুক
মান ইজ্জত থাকবে তো, যা ছিল অবশিষ্ট টুক?
কয়েক বন্ধু মিলে মিশে স্টাডি করতাম গ্রুপে
পরীক্ষার হলে যাবার কালে নিজেকে দিতাম সঁপে
আমাদের কর্মকান্ড যখন বের হতো পরীক্ষার ফলে
উলটাপালটা যাই হোক বৃত্তি পেতাম ট্যালেন্ট পুলে।
দুঃখিত ভাই অনেক পাড়লাম পড়ালেখার প্যাঁচাল
তাই বলে কেউ রাগ করে মাথায় ঠুকেন না গজাল
আমার একুশ তম জন্মদিন তা ভুলবোনা কোনদিন
সেটার কথা মনে করা, হবে না কিছুতেই অসমীচীন
অনেক বন্ধু বান্ধব সেদিন এসেছিল, ঘর ভর্তি মানুষ
হাশি ঠাট্টায় কখন যে বেলা গেল, ছিল না কোন হুশ
অ্যালবাম উলটে মাঝে মাঝে যখন ছবিগুলো দেখি
ফেলে আসা কৈশোর কে যেন নতুন করে শিখি
কালের পরিক্রমায় এখন বয়স গিয়েছে কতই বেড়ে
অম্ল মধুর স্মৃতিগুলো কিন্তু যায়নি আমায় কভু ছেড়ে
যা ফেলে এসেছি তা আর কোনদিন পাবনা, সেটা বুঝি
তবুও ছোটদের মাঝে এখনও আমি হারানো শৈশব খুঁজি।