মুগ্ধ চোখে আমি দেখেছিলাম তার অপাংক্তেয় অভিব্যক্তি
হলুদ বিষণ্নতা, সবুজ মায়া, নীল কষ্টের কত প্রতিচ্ছবি
তাকে চিনতে আমার ভুল হয়নি একটুও, আমি নিশ্চিত
সিন্ধান্ত নিয়েছিলাম আমি হব তার মত, সৌম্য অকিঞ্চিত
মনে মনে প্রার্থণা করেছি, বিধাতা কিছুই কি দ্বিতীয় নেই
মুখে না বললেও, হৃদয়ের কথা অজানা কিছু নয় অন্তর্যামী
নির্দ্বিধায় আমি তাকিয়ে দেখেছিলাম বিস্তীর্ণ খোলা প্রান্তর
মগ্ন হয়ে সেথা দোলে শ্বেতপুষ্প শোভিত রক্তিম অন্তর