আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ টা পাব কি?
বুকের গহীনে যে মোহাচ্ছন্ন পিছুডাক
বলতে গিয়েও থমকে গিয়েছি কতবার
কখনও সময় হয়নি তোমার
কখনও জানতেও চাওনি তুমি
রক্তাপ্লুত সাগরের স্রোতে দিক হারিয়েছি ততবার
সিদ্ধান্ত গ্রহনের ক্ষণিকের ভুলে
দমকা বাতাসের তোড়ে পত্রপল্লব গিয়েছে ঝরে
দিক ভ্রান্ত পথিক হয়ে পথ হারিয়েছি কি অনড় ভ্রমে
কীলক দিয়ে রেখে যাওয়া চিহ্ন বিলীন হয়েছে অযতনে
সন্তর্পনে আর কারো ধ্যান আমি ভাঙ্গাবো না
মরীচিকার মতও আমি দূর দূরান্তে কারো বিভ্রম হব না
রাত জাগা আমি হব একাকী ঐ সন্ধ্যাতারার মত
টকটকে লাল রক্তপুষ্প কাননে ফোঁটাব ইচ্ছেমত