চারিদিকে এক উত্তাল শূন্যতা
কি নিদারুণ পালকহীন নৈঃশব্দ্য চেয়ে আছে
মানুষের মাঝে মানুষ নেই
কিন্তু দূরত্বের মাঝে দূরত্ব আছে
বৈষম্যের রসায়ন আছে-
আছে ঘাম বলে ভ্রম হওয়া চোখের জল
হাহাকারের ধ্বনিগুলো আজ চার দেয়ালে বন্দী
নীরব প্রার্থনায় ইশ্বর আজ করছেনা কোন সন্ধি
চোখের তারায় হতাশা,
ক্লান্তিতে ধূসর মাঠ
আকাশে মেঘ নেই,
ভাষাহীন গুঞ্জনের ঘনঘটা
তোমার মাঝে আমি নেই, আমাতে নেই তুমি
জিজীবিষা সেথা গ্রাস করেছে
আছে কি কোন প্রত্যাশা?
রাতের পর রাত যায়,
পঞ্জিকার পাতা কে ওল্টায়?
ধরণী তোর ক্রোধের কাছে
অত্যাচারীরাও আজ মূঢ় অসহায়!
কি বৈরিতা, ঈশানে নৈঋতে
ফসলের মাঠে কে যেতে চায়?
চোখের সামনে কত আশা
তার মাঝে বেড়ে চলে মৃত্যুর অভিলাষা!
শুধু তুমি আমি আর মাঝে এক নিকষ সর্পিল সংশয়
হয়ত আবার দেখা হবে কোন এক নতুন আলোয়!