তাৎক্ষণিক সিদ্ধান্তে আমি দিগ্বিজয়ী, ক্ষান্ত নিষ্প্রভ
নয় ছয় করে ফেলা গবেষণার ফল আসতো আশু
ভীষণ যন্ত্রনায় দগ্ধ হয়েও সিদ্ধান্তে ছিলাম নিখাদ
রণে একা লড়ে গেছি শত্রুঘ্ন হয়ে, একটুও না থেমে
আমরণ যন্ত্রণা সয়ে বুঝে গেছি কি নিদাঘ এ প্রদাহ
হত্যা করেছি জিঘাংসা নিয়ে! আমিত্ত্ব থেকেও আ!
মেষ শাবক আর হিংস্র শার্দুলে খুঁজিনি রকমফের
দক্ষ হাতের নিষ্পেষণে করেছি নিপাত, আমি অভী
শুদ্ধচারিতার ছদ্মবেশে আমি চালিয়েছি নিশ্চিন্ত হনন
ভয়ালদর্শনে আবির্ভুত যে! এটাই আমার সীমাবদ্ধতা