ভক্ত আমি ডেকে বলি প্রভু, পরাভূত কর লোভ
শুদ্ধ কর অন্তরাত্মা, যেমন অনুরুপ নিষ্পাপ শিশু
দয়া কর তুমি, রেখ না ক্রোধ অথবা ভেদাভেদ
মেঠোপথের সেই আনাগোনা, যায় না যেন কমে
হতাশ নই পাপপঙ্কিল হয়েও, তুমি ফিরাবে নাহ!
আহুতি দিলাম সব আমিত্ব, দু’টার শুরুতেই আ-
রব আমি নীরবে, হৃদয় রবে ঝুকে সামনে তব দ্বার
ভীত, কম্পিত কীটানুকীট আমি, নই পণ্ডিত মৌলভী
নশ্বর ধরাধামে তুমিই সহায়, আমরা অধম দীনহীন
তা’বলে দিও না ফিরায়ে প্রভু, অসীম তোমার ঔদার্যতা