তারপর! শেষ পর্যন্ত হবে কি পাপ–পূন্যের সমতা?
নব আনন্দে পৃথিবী জাগবে, হবে দুখের অবনমন-
ভীরু ভালবাসা যেখাবে পাবে পূর্ণাঙ্গতা, অদম্য অভী
রণক্ষেত্র যার ছোঁয়ায় হবে পুষ্প কানন, গাইবে ভ্রমর
আমিত্ব এবং আড়ম্বরহীনতা দু’টো শব্দের শুরুতেই আ
হতদ্যম হতে দেইনি নিজেকে, হৃদয়ে পুষেছি তাপদাহ
মেয়ে তুমি কি ডেকেছিলে পেছন ফিরে একটু থেমে
দমকা বাতাসের তোড়ে শব্দের মাঝে ছিলনা যে প্রভেদ
শুকতারার পানে চেয়ে চেয়ে ভেবেছি সেদিন আসবে আশু
ভয়ঙ্কর দুঃস্বপ্নের পরে বিলীন হোক সকল হতাশা ক্ষোভ