কবিতা ৯

(১)
 
ঘুরে ফিরে একই শব্দের ভিতর
কলেমা পড়িয়ে তোমাকেই লুফে নিলাম
জানিনা তুমি আমার হয়েছ কিনা
নাকি শব্দের ভিতর শুধুই বর্ণপাত।
 
(২)
 
ছোটবেলা খেলার ছলে কতবার বলেছি
"যদিদং হৃদয়ং মম 
যদিদং হৃদয়ং তব "
বন্ধনের সব কটা মন্ত্রজুড়ে
সাতপাঁকে ঘুরেছি 
ভেবেছি পুরা হয়েছে প্রেমের শর্তাবলী 
 
হঠাৎ দেখি  প্রাচীন পুঁথির ভিতর
জমে আছে ধুলা
আমার মন্ত্র আমার কলেমা
অন্ধ প্রেমের আইলা।
 
(৩)
 
চোখ পুড়ে ছাই 
বলতে পারছিনা
পোড়া চোখে কিছু দেখি না
মনের দরজা খোলা
তবুও ঢুকতে পারছিনা
 
ভাবছি সেই গানটির কথা
যে গানটি জ্বলছে অথচ ছাই হচ্ছে না 
"  পোড়া চোখে যা দেখা যায়
তাই হইয়া যায় " 
 
 

Poem-9

(1)

Returning repeatedly in the same word

Reciting sacred verse, I grabbed you

No idea, whether you are mine yet

Or merely lost in those words?

 

(2)

Many times uttered in the games

“My heart will be there

Where you heart is”-

Mingled with each sacred odes

Revolved seven times

Thought love spell is finalized  

 

Suddenly saw in the old manuscript

Covered with dust

All those sacred verses

Is just blind murmuring.

 

(3)

Eyes burnt to ashes

Couldn’t say

Couldn’t see anything

Mind’s door is open

Still can’t enter

 

I was thinking that song

The song, that was burning without ashes

“What burnt eyes see-

That surely happens” 

 
View shawon1982's Full Portfolio