হয়ত একদিন জয় করে ফেলবো সকল দ্বিধা ক্ষোভ
হয়ত একদিন মনে পড়বে আমি মানুষ, নই কোন পশু
থেমে যাবে কোলাহল, জীবনের সকল আমোদ প্রমোদ
এটাই জীবনের বিধি, নদীর প্রবাহও বুঝি এবার থামে
কেউ শুনবে না করুণ আলাপন, কোথায় যত প্রদাহ
কেউ বুঝবে না দীর্ঘশ্বাস বা এক আর্তচিৎকার,.... আ!
দুঃখের কাল বুঝি বাড়ে, শুধু বিলম্বিতই হচ্ছে প্রহর
কখন ছড়াবে মনে, কখন পাব নতুন প্রত্যাশার সুরভী
তবুও তোমাকেই পড়ে মনে, যেথা নিবন্ধিত এ মন
প্রতিকূলতাই জীবন, যেন এক ক্ষনজন্মা নদীর প্রবাহতা